ভারত মহাসাগরে ঘাঁটি সাজাচ্ছে চীন, সতর্ক ভারত!

ডোকালাম ইস্যুতে ভারত-চীনের মধ্যে একটা দফারফা হলেও ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া দু’দেশ।

এবার ভারত মহাসাগরে ঘাঁটি সাজাচ্ছে চীনা নৌসেনা।

আর তাদের কার্যকলাপ ভারতের নজরে এসেছে।
ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত মহাসাগর অঞ্চলে চীনা যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। আমরা তা ক্রমাগত পর্যবেক্ষণ করছি। তবে আমরাও যুদ্ধবিমান, ডুবোজাহাজ, নৌসেনাকে তৈরি রেখেছি। আমরা দেখতে চাই চীনা অগ্রাসন আমাদের কীভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে। আমরা সবসময় তৈরি।

যদিও ইতোমধ্যে ভারত মহাসাগরে রণসজ্জা সাজাচ্ছে ভারতীয় নৌবাহিনী। সাগরে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন মোতায়েন করা রয়েছে। যা কিনা যথেষ্ট উদ্বেগের চীনের কাছে। আর সেজন্যেই পালটা ভার‍ত মহসাগরে বাহিনী সাজাচ্ছে বেইজিং।