আইফেল টাওয়ারের ওপরে উড়ছে রহস্যময় যান, ফ্রান্সজুড়ে আতঙ্ক!

প্যারিসের আকাশে আচমকাই দেখা মিলল পাঁচটি ইউএফও বা ‘আন-আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টে’র। ফ্রান্সের প্রশাসনিক সূত্রে স্কাই নিউজের কাছে এ খবরের সত্যতা স্বীকার করে বলা হয়েছে, উড়ন্ত বস্তুগুলি ড্রোন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন দূতাবাসের উপরে এই ‘ইউএফও’গুলি প্রথম দেখা যায়। খানিকক্ষণ পরে আইফেল টাওয়ারের মাথায় ফের দেখা যায় প্রায় চোখে না-পড়ার মতো উড়ন্ত বস্তুগুলিকে। এই নিয়ে চলতি মাসেই একাধিকবার ফ্রান্স জুড়ে অজানা উড়ন্ত বস্তু দেখা গেল, আর এ নিয়ে ফ্রান্সজুড়ে আতঙ্ক।

ফ্রান্সের নিরাপত্তা বিভাগের এক আধিকারিককে উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে, এভাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে এত ইউএফও আকাশে দেখতে পাওয়ার নজির নেই।

যদিও প্রশাসনের একাংশ এও বলছেন, চার্লি হেবডোর উপর আক্রমণের পর প্রশাসনই নাকি নিরাপত্তার স্বার্থে পাইলটবিহীন উড়ুক্কু যান বা ড্রোনকে পাহারায় মোতায়েন করেছে। সেগুলিই কোনও টেকনিক্যাল কারণে হঠাৎ মানুষের চোখে পড়ার মতো উচ্চতায় নেমে এসেছে। নইলে সাধারণত ড্রোন যে উচ্চতায় ওড়ে তাতে কারও চোখে ধরা পড়ার কথা নয়।

তবে ফ্রান্সের আকাশে মঙ্গলবার যে উড়ন্ত বস্তুগুলি দেখা গিয়েছে, তা যদি ড্রোনও হয়, কারা সেগুলি ছেড়েছে, তা জানেন না পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা। গত মাসে ফরাসি নিউক্লিয়ার প্ল্যান্টের উপর দিয়ে ডজনখানেক এ রকম যান ওড়ার খবর পাওয়া গিয়েছে। অথচ, কোনও পরমাণু কেন্দ্রের উপর দিয়ে যে কোনও প্রকার উড়ান নিষিদ্ধ।