যুদ্ধের হুঁশিয়ারি: চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ

যুদ্ধ লাগল বলে। একটু বেচাল হলেই মার্কিন রণতরী লক্ষ্যকরে হামলা করতে শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে চিন প্রশাসন। দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করার খবর প্রকাশ্যে আসার পরেই চিনের তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট ইয়াং ইউচুন বলেছেন, “এটা চিনের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হুমকি। আমরা বিষয়টা সহজে নেব না। চিনের সার্বভৌমত্বের উপর আক্রমণ হলে আমরা পালটা হামলা করব।”

প্রসঙ্গত, গতকাল দক্ষিণ চিন সাগরে নির্মিত কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। এর পরেই নতুনকরে উত্তেজনা শুরু হয়েছে। আমেরিকাকে হুঁশিয়ারি করার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের সেনা ছাউনি গুলিকেও হুঁশিয়ার করেছে চিন।

উল্লেখ্য, সিরিয়াকে আইএস দখলমুক্ত করতে রাশিয়ার বোমারু বিমান হামলা চালানো শুরু করার পর থেকেই রাশিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। নতুনকরে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। এর মধ্যে চিন সাগরে মার্কিন রণতরী পাঠানো আন্তর্জাতিক শান্তিকে কতটা নাড়া দেয় সেটাই এখন দেখার। –কলকাতা২৪