হঠাৎ মাঝ রাস্তায় গর্ত, দুর্ঘটনায় চলন্ত গাড়ি!

বেশিরভাগ সময়ই বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঘটে দুর্ঘটনা। তবে মাঝে মধ্যে অদ্ভূত সব কারণেও দুর্ঘটনার শিকার হন কেউ কেউ।

এই যেমন সেদিন চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াঙ প্রদেশে দামি রোলস রয়েস গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে তৈরি হওয়া বিশাল এক গর্তের মধ্যে ঢুকে পড়ে।

গাড়িটি গর্তের মধ্যে পুরোপুরি ঢুকে যাওয়ার আগে সৌভাগ্যক্রমে বের হয়ে আসেন গাড়ির মালিক। পরে স্থানীয়দের চেষ্টায় গাড়িটিকেও উদ্ধার করা হয় কিন্তু ততক্ষণে পাঁচ কোটি টাকা দামের গাড়িটির অবস্থা খারাপ হয়ে যায়।

গাড়ির মালিক বলেন, সবুজ বাতি জ্বলে ওঠার পর গাড়িটি নিয়ে রওয়ানা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি রাস্তার গর্তের মধ্যে পড়তে শুরু করে। কোনো রকমে প্রাণে বেঁচে গেছি। তবে ঠিক কী কারণে হঠাৎ করে রাস্তার মধ্যে গর্ত তৈরি হলো সেই রহস্য এখনো উদঘাটন হয়নি।