ভারতীয় জনপ্রতিনিধির গলায় জুতার মালা, ভিডিও প্রকাশ
ভারতীয় এক জনপ্রতিনিধির গলায় প্রকাশ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আর অসম্মানজনক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোকর) এক খবরে এনবিটি জানায়, আহমেদাবাদ-দরিয়াপুর থেকে নির্বাচিত এমএলএ গিয়াসউদ্দিন শেখ বুধবার শাহপুর এলাকায় পূর্ব নির্ধারিত এক সমাবেশে পৌঁছান। এ সময় এক ব্যক্তি ভিড় ঠেলে এগিয়ে এসে তাকে স্বাগত জানাতে গলায় একটি মালা পরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চড়ে এলাকায় আসা এমএলএ’র গলায় এর আগে অনেকেই ফুলের মালা পরিয়ে দেন। কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে তার গলায় ওই জুতো-চপ্পলের মালা চড়িয়ে দেন।
এ ঘটনা প্রসঙ্গে এমএলএ গিয়াসউদ্দিন অবশ্য সংবাদমাধ্যমকে জানান, এমন কিছু ঘটতে পারে তিনি আগেই টের পেয়েছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি এমন করেছে তার বেআইনি জুয়ার আড্ডা আমি বন্ধ করে দিয়েছি।
তিনি বলেন, যে ব্যক্তি গলায় জুতার মালা দিয়েছে তিনি এক সময়ে খুব কাছের মানুষ ছিলেন। তিনি আমার বন্ধুর মতো ছিলেন। কিন্তু যখন তার বোআইনি কারবার সম্বন্ধে জানতে পারি- আমি পুলিশে খবর দেই। আমার তৎপরতায় তার আইনবিরোধী ব্যবসা বন্ধ হয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন