ক্রিকেটের আইন প্রণয়ন করবেন সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টাইগারের ঝুলিতে যোগ হলো আরও একটি সম্মান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য মনোনীত হয়েছেন তিনি। এরমধ্যে দিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন সাকিব। লাল সবুজের টি-টোয়েন্টি অধিনায়ক নিজেই এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব আল হাসান এমসিসির পাঠানো ইমেইলের ছবি সংযুক্ত করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি লিখেন, ‘‘I truly feel humbled that you have chosen me to be a member of the Prestigious MCC World Cricket Committee. Thank you for bestowing me with such an honour.’’

বাংলা অনুবাদে যা দাঁড়ায় ‘মর্যাদাপূর্ণ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় আমি সত্যিই অনেক আনন্দ বোধ করছি। আমাকে সম্মানিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

চলতি বছরের ১ অক্টোবর থেকে এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হয়েছেন সাকিব। কমিটিতে সাকিবের অন্তর্ভুক্তি নিশ্চিত করে ইতোমধ্যে নিজেদের ওয়েবসাইটে এই বাংলাদেশির নাম অন্তর্ভুক্ত করেছে এমসিসি। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী এমসিসি বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে নেতৃত্ব দিয়ে থাকে।

১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন এই ক্লাবের অধীনেই রয়েছে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানা। প্রতিষ্ঠার এক বছর পর, ১৭৮৮ সালে ক্রিকেটের আইন প্রণয়নের দায়িত্ব নেয় এমসিসি। এর পর থেকে আজ অবধি ক্রিকেট সংক্রান্ত সকল আইন-কানুন প্রণয়ন করে থাকে এই কমিটিই।

প্রতি বছর দুটি বার্ষিক সভার আয়োজন করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। শুধু কমিটির সদস্যরাই সেখানে অংশগ্রহণের সুযোগ পান। আগামী সভা থেকে তাই এতে অংশ নিতে পারবেন সাকিবও। সভায় মূলত ক্রিকেট সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসির সমন্বয়ক সংস্থার ভূমিকা পালন করে আসছে।

বর্তমানে ক্লাবটির সদস্য হিসেবে রয়ছেন সৌরভ গাঙ্গুলি, ব্র্যান্ডন ম্যাককালাম, রিকি পন্টিংয়ের মতো নামজাদা সাবেক ক্রিকেটাররা। অবশ্য কয়েক বছর পর পর কমিটির সদস্যদের মধ্যে পরিবর্তন আনে এমসিসি। সেই সুবাদে সম্প্রতি কমিটি থেকে বাদ পড়েছেন অনিল কুম্বলে-স্টিভ ওয়াহর মতো ক্রিকেটাররাও।