বিষাক্ত সাপের কামড়ে ৭ জনের মৃত্যু, ভয়ে পালাচ্ছে এলাকাবাসী!

বিষাক্ত সাপের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন ভারতের বীরভূমের তেঙ্গা ও কাকোড়া গ্রামের বাসিন্দারা। কর্তৃপক্ষের আশ্বাস, বন দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩ মাসে অন্তত ১৫ জনকে কামড়েছে বিষাক্ত সাপ! মৃত্যু হয়েছে ৭ জনের।

এদিকে গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে বাড়বাড়ন্ত ওঝাদের। হাসপাতালেও চিকিৎসা মিলছে না বলে অভিযোগ। বাপের বাড়ি গিয়ে সাপের আতঙ্কে আর ফিরছেন না বাড়ির বউরা। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন আশ্বাস দিলেও কাটছে না আতঙ্ক। গ্রামে গ্রামে চলছে মনসা পূজার প্রস্তুতি। সাপ দেখলেই চলছে অবাধে হত্যা।