দৌলতদিয়ায় ৪ কিলোমিটার গাড়ির সারি
নদীতে নাব্যতা সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।
শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৪ কিলোমিটার এলাকার সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ছোট-বড় ফেরির মধ্যে মাত্র ১২টি চলাচল করছে। ৫টি ফেরি মেরামত করা হচ্ছে। তবে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ইউটিলিটি ফেরি রজনী গন্ধা ২ ঘণ্টা পর চলাচল করতে পারবে। ফেরিগুলো চলাচল করতে পারলে ঘাটে গাড়ি পারাপারে কোনো সমস্যা হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন