তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক : বিজেপি নেতা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক’ আখ্যায়িত করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সংগীত সোম বলেছেন, স্থাপনাটি নির্মাণ করেছে দেশদ্রোহীরা।
স্থানীয় সময় শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে সোম কবে এ বক্তব্য দিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকারের পর্যটন বই থেকে বিশ্বখ্যাত তাজমহলকে বাদ দেওয়া হয়। এ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয় দেশটিতে। এর রেশ না কাটতেই বিজেপির বিতর্কিত আইনপ্রণেতা সোম এই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন।
‘উত্তর প্রদেশের পর্যটন বইয়ে ঐতিহাসিক স্থানের তালিকা থেকে তাজমহল বাদ পড়েছে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কোন ইতিহাস নিয়ে আমরা কথা বলছি? যে লোকটি (মোগল সম্রাট শাহজাহান) তাজমহল বানিয়েছেন, তিনি নিজের বাবাকে বন্দি করেছিলেন। তিনি হিন্দুদের ওপর গণহত্যা চালাতে চেয়েছিলেন। তা-ই যদি ইতিহাস হয়, তবে এটি হবে খুবই বেদনাদায়ক এবং আমরা সেই ইতিহাস বদলাব’, বলেন সোম।
উত্তর প্রদেশের মুজাফফরনগরে ২০১৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনার অন্যতম উসকানিদাতা মনে করা হয় সোমকে। জ্বালাময়ী বক্তব্যের জন্য আলোচিত এই আইনপ্রণেতা।
চলতি মাসের শুরুতে উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বই থেকে ১৭ শতকের অনন্য স্থাপনা তাজমহলকে বাদ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোগল সম্রাট শাহজাহানের নির্মিত এই স্থাপনা বাদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে অবশ্য রাজ্যের পর্যটনমন্ত্রী রিতা বাহুগুনা জোশি এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘তাজমহল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এর স্থান রয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন