সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হয়েছেন জাকির হোসেন। তিনি আপিল বিভাগের রেজিস্ট্রার ছিলেন।
মঙ্গলবার আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস রিচার্ড ক্রশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দেয়া হলো। এই আদেশ ২২ অক্টোবর অপরাহ্ন হতে কার্যকর হবে।
গত রবিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তাকে বদলি করে আইন মন্ত্রণালয়।
আদালত সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেয়ার পর অন্যান্য শূন্য পদগুলোতেও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন