সংগীতে তরুন-রিগানের বাজিমাত
প্রথমেই বলে রাখি দুজনই বিখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক মিল্টন খন্দকারের ছাত্র। তরুন সিং গীতিকার হবার স্বপ্ন নিয়ে ঢাকাতে এসেছিল ২০০৫ সালে। সে গল্প বারো বছরের, গান লেখা, ছেড়া এভাবেই চলছিল, জীবনের কোনো বাঁধা তাকে দমিয়ে রাখতে পারিনি, তার বিশ্বাস ছিল স্রষ্টার প্রতি, একদিন ভাল কিছু হবেই। হঠাৎ একদিন পরিচয় সুরকার রিগান হাসানের সাথে গুরুর স্কুলেই। প্রথম দেখাতেই বন্ধুত্ব, গানালাপ। রিগান হাসান নিজেও গান লেখেন শখের বশে কিন্তু কি বিশ্বাসে দায়িত্ব দিলেন বন্ধুর উপর!
রিগান হাসান এমন একজনকেই এতদিন খুঁজতেছিলেন। লিখলেন তরুন সিং, সুর করলেন রিগান হাসান, গাইলেন বর্তমানের জনপ্রিয় শিল্পী কাজীশুভ, কনিকা। মিউজিক করলেন মাহামুদুল হাসান রোমান্স। সবার মন ছুয়ে গেল শূন্যতা শিরোনামের গানটি। সিডি চয়েস মিউজিকের ব্যানারে গত বৈশাখে গানটি বাজারে আসে। রিগান হাসানেরও পনের বছরের সাধনা স্বার্থক হয়। দুই বন্ধু জুটির প্রথম কাজেই বাজিমাত। গানটি কেন এত জনপ্রিয় হল না শুনলে কি করে বুঝবেন। দর্শক রিগান হাসানের সুরে একটা আলাদা কিছু পেলেন। একঘেয়েমি এক সুরের এই সময়ে। সবাই ভাল ভাল বলতেই ঈদুল আযাহায় সাউন্ডটেক বের করলো তাদের দ্বিতীয় গান- চুরি করা বউ, গাইলেন কনিকা। ১১ বছর আগে লেখা গান দেখলো আলোর মুখ, দেখালো আলোর সন্ধান।
ইতিমধ্যে গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। থেমে নেই বন্ধু জুটি, চলছে একাধিক কাজ; চলবে অবিরত। রামপুরাতে তাদের দুজনের সাথে আলাপচারিতায় জানতে পারলাম সংগীত পাগল স্বপ্নবাজদের স্বপ্নপুরনের জন্য প্রতিষ্ঠা করেছেন স্বপ্নপুরণ নামে গান প্রতিষ্ঠান। উদ্দেশ্য গান পাগলদের সঠিক পথ দেখানো। প্রতিষ্ঠা করছেন নিজেদের ইউটিউব চ্যানেল। তাদের সংগীত সাফল্য ঈর্ষান্বিত হোক এই কামনা করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন