কাতার সংকটের অচলাবস্থার জন্য দায়ী সৌদি জোট : টিলারসন
কাতার সংকটের দ্রুত সমাধানে সৃষ্ট অচলাবস্থার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। কয়েক মাস ধরে চলা এই সংকট সহসাই সমাধানের আশা দেখছেন না বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্য সফরের একদিন আগে বৃহস্পতিবার ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিলারসন একথা বলেন।
তিনি বলেন, ‘এটি শিগগিরই সমাধান হবে বলে আমার খুব বেশি আশাবাদ নেই। কয়েকটি পক্ষের এ বিষয়ে আলোচনায় বসার অনাগ্রহ রয়েছে বলেই মনে করা হচ্ছে।’
এদিকে কাতারের ওপর অবরোধ আরোপের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের উপসগারীয় অঞ্চলে সৃষ্ট সংকট সমাধানে মধ্যস্থতা করতে নতুন করে সৌদি আরব ও কাতার সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
কথিত সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে গত ৫ জুলাই কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের সদস্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের বাইরে আরও কয়েকটি দেশ এই অবরোধে যোগ দেয়।
তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। সংকট সমাধানে আলোচনায় বসার জন্য দোহা প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন