মাদারীপুরে অল্পের জন্য রক্ষা গাছ ভেঙ্গে পড়া থেকে পথচারীদের

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শহরের জেলা সরকারী গ্রন্থাগারের শত বছরের একটি মেহগনি গাছ শনিবার সন্ধ্যায় গ্রন্থাগারের দেয়াল ভেঙ্গে ব্যাস্ত থাকা সড়কে পড়ে যায়। কিন্তু এ সময়ে রাস্তায় কোন যানবাহন, পথচারী ও ফুটপাতের সবজি ব্যবসায়ীরা ছিল না। তাই অল্পের জন্য রক্ষা পায় এই ব্যাস্ত সড়ক ব্যাবহারকারী সাধারন মানুষেরা। তবে ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা, এ থেকে রক্ষা।
জেলা সরকারী গ্রন্থাগারের কর্মরত একজন বলেন, গত দুইদিন যাবৎ টানা বর্ষণের ফলে শত বছরের এই মেহগনি গাছটি গ্রন্থাগারের দেয়াল ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। দুইদিন যাবৎ টানা বর্ষণের কারনে রাস্তা দিয়ে চলাচলকারি তেমন কোন যানবাহন, পথচারী ও ফুটপাতের সবজি ব্যবসায়ীরা ছিল না, এ কারনে অল্পের জন্য রক্ষা পায় ঐ সব জন সাধারন। খুব তারাতারি এই মেহগনি গাছটি ট্রেনডারের মাধ্যমে বিক্রি করে দেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















