এবার উড়ন্ত বস্তুকেও ধ্বংস করবে রুশ মিসাইল
উন্নত বিশ্বের দেশগুলো তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে। আর তারই জের ধরে এই প্রথম সুখোই-৩৪ রুশ বোমারু বিমানগুলোকে আকাশ থেকে আকাশেই আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে।
এর আগে সুখোই-৩৪ মডেলের রুশ বোমারু বিমানগুলো থেকে কেবল মাটিতে অবস্থিত লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হত। কিন্তু সম্প্রতি সুখোই-৩৪-এ আকাশ থেকে আকাশেই যুদ্ধে পারঙ্গম ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্রগুলোতে রয়েছে টার্গেট-সন্ধানী যন্ত্র, সেইসঙ্গে এগুলো বিমানটির চার দিকের ৬০ কিলোমিটারের মধ্যে থাকা যেকোনো উড়ন্ত বস্তুতে খুব অল্প সময়েই আঘাত হানতে সক্ষম।
এ ব্যাপারে রুশ বিমানবাহিনীর মুখপাত্র ইগোর ক্লিমোভ জানিয়েছেন, শত্রুবিমান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রও অনায়াসে গুঁড়ো করে দিতে পারবে রুশ বোমারু বিমানের এই ক্ষেপণাস্ত্রগুলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন