৪৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল
পূর্ব জেরুজালেমের আল ইসাইয়া এলাকার আশপাশ থেকে সোমবার ৪৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। যেটি এ বছরের মধ্যে সর্বোচ্চ আটকের ঘটনা।
গালফ নিউজ জানিয়েছে, ও এলাকায় সদ্য মুক্তিপ্রাপ্ত আইনজীবী শেরিন আল ইসায়ীর উদ্দেশে একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
তবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযোগ, পাথর নিক্ষেপের অভিযোগে তারা ৪৫ ফিলিস্তিনিকে আটক করেছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের বন্দিদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আদামিরের মতে বর্তমানে ইসরাইলের কারাগারে ৬ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে ৩০০। সবশেষ আরও ৪৫ জন এ তালিকায় যুক্ত হল।
সূত্র: গালফ নিউজ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন