মেয়ে ভক্তদের উৎপাতে ‘ইনজামাম’ ভাতিজার মোবাইল বন্ধ!
অভিষেকে রাজকীয় এক সেঞ্চুরি করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ইমাম-উল-হক। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ তিনটি ওয়ানডে ম্যাচে যখন তিনি সুযোগ পেলেন তখন বারবার চাচা ইনজামাম-উল-হককে সামনে আনা হয়েছে।
নিন্দুকেরা বলেছেন, চাচার জোরেই ভাতিজা জাতীয় দলে। কিন্তু ভাতিজা ইমাম নিজেকে প্রমাণ করার জন্য অভিষেক ম্যাচটাকেই বেছে নিলেন। নজির গড়লেন অভিষেকেই। ওয়ানডেতে সেলিম এলাহির পর ইমাম পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জীবনের প্রথম ম্যাচেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন।
পরের দুই ম্যাচেও দারুন খেলেছেন ২১ বছরের তরুণ। আর তাতেই ইমামের ভাগ্যে জুটেছে অসংখ্য মেয়েভক্ত! সেটি এতটাই যে বিরক্ত হয়ে ইমামকে মোবাইল বন্ধ রাখতে হয়েছে। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘ সেঞ্চুরি করার পর ৩০০-৪০০ মেয়ে ভক্তের কল এবং মেসেজ পেয়েছি। আমার সামাজিক যোগাযোগ ম্যাধ্যমেও বন্যা বয়ে গেছে। শেষ পর্যন্ত মোবাইল-ইন্টারনেট আমাকে বন্ধ করে দিতে হয়েছে।’
মেয়েভক্তদের ফোন কল বা মেসেজ যতই বিড়ম্বনায় ফেলুক, এই ভক্তরাই তো ইমামের ভালো করার প্রেরণা। তাই তাদের ধন্যবাদও দিয়েছেন। ইমাম বলেন,‘ আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। অভিষেকে সেঞ্চুরি আমি কল্পনাও করিনি। দলে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন