ব্রিটেনে বন্দিরা ল্যাপটপে দিচ্ছে খাবারের অর্ডার!
ব্রিটেনে ওয়েল্যান্ডের এইচএমপি কারাগারে বন্দিরা ল্যাপটপ ব্যবহার করে নানা রকম সুযোগ সুবিধা নিতে পারছে। আপনজনদের সঙ্গে যোগাযোগ করতে তাদের কক্ষে দেয়া হয়েছে টেলিফোন ব্যাবহারের সুযোগ।
নরফোকে অবস্থিত ক্যাটাগরি সি ফ্যাসিলিটির এই কারাগারে প্রায় ১০০০ বন্দি রয়েছে। এর মধ্যে শতাধিক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী।
কারাপরিদর্শক বলেন, এসব আধুনিক সুযোগ-সুবিধার ফলে কারাবন্দিদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। গতি পেয়েছে প্রাত্যহিক কাজকর্ম। ২০১৩ সাল থেকে প্রতিটি কারাকক্ষে টেলিফোন সংযোগ দেয়া হয়েছে। এসব উদ্যোগে কারাবন্দিদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ বছর কারাবন্দিদের জন্যে ভিডিও কলের সুবিধা উন্মুক্ত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন