খুলে দেয়া হচ্ছে ইরাক-তুরস্ক সীমান্ত
ইরাক ও তুরস্কের মধ্যকার সীমান্তের দ্বিতীয় গেট আবারও খুলে দিতে যাচ্ছে দুই দেশ।
ইরাকের মসুল শহরের হাবর গেট খুলে দেয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরাকের শুল্কমন্ত্রী বুলেন তুফেনকি। খবর আনাদলু এজেন্সির।
তিনি বলেন, গেটের কাছে অতিরিক্ত নিরাপত্তা জোরদার ব্যবস্থা করা হচ্ছে। যাতে দায়েশ (আইএস) ও পিকেকে সন্ত্রাসীরা হামলা করতে না পারে।
তিনি আরও জানিয়েছেন, আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি, আমাদের আর কোনো বাধা বা হুমকি নেই।
চলতি মাসের শুরুতেই গেটটি উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছিল তুরস্ক সরকার। তবে গত ২৫ সেপ্টেম্বরের কুর্দিস্তানে স্বাধীনতার পক্ষে গণভোটের পরিপ্রেক্ষিতে গেটটি বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেন, সীমান্ত গেটটি ইরাকের উত্তরাঞ্চলে আরব , কুর্দি ও তুর্কিদের নিরাপদের বসবাসের লক্ষ্যে উন্মুক্ত করা হচ্ছে।
ইরাক থেকে স্বাধীনতার লক্ষ্যে গত কুর্দিস্তান প্রাদেশিক সরকার (কেআরজি) গণভোটের আয়োজন করে। ভোটে ৯৩ শতাংশ কুর্দি স্বাধীনতার পক্ষে ভোট দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন