মাদারীপুরে আয়কর মেলার উদ্বোধনী করলেন নৌপরিবহন মন্ত্রী
মাদারীপুর প্রতিনিধি : দেশ গড়তে ভাই, আয় করের বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার থেকে শুরু হয়ে চার দিনব্যাপী ঢাকার কর অঞ্চল ৭ ও জাতীয় রাজস্ব বোর্ড এর আয়োজনে মাদারীপুরে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে আয়োজিত আয়কর মেলা অনুষ্টিত হচ্ছে। আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ মেলার উদ্বোধন করেন।
এ সময়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ-২ এর ঢাকার অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মোস্তাফা, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুরের পৌর মেয়র খালেদ হোসেন ইয়াদ ও কর অঞ্চল ঢাকা-৭ এর কর কমিশনার আ জু মু জিয়াউল হক।
এবারের কর এর সেবা গুলি হচ্ছে ২০১৭-১৮ করের রিটার্ন গ্রহন, e-TIN নিবন্ধন ও পুন: নিবন্ধন এবং অন্যান্য কররের সেবা।
সূত্র থেকে জানা গেছে, মাদারীপুরের এবারের কর দেবার জন্য ১০ হাজারের এর মতো আছেন এর মধ্য প্রায় ৭ হাজার জন কররে সেবার মধ্যে আসবেন এর রকমের ধারনা করেন আয়কর মেলার আয়োজকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন