রিয়ালের রক্তক্ষরণ বন্ধ হল, কিন্তু রোনালদোর?
জিরোনা ও টটেনহ্যামের বিপক্ষে টানা দুই হারের পর লাস পালমাসের বিপক্ষে রিয়ালকে পাওয়া গেল রিয়ালের মত করেই। জিনেদিন জিদানের দল সান্টিয়াগো বার্নাব্যুতে পালমাসকে পিষে দিয়ে ম্যাচ জিতল ৩-০ গোলে। এই জয়ে রিয়ালের রক্তক্ষরণ বন্ধ হল, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ? হ্যাঁ সিআর সেভেনের জন্য এটি আরও একটি কঠিন সন্ধ্যা ছিল।
রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন কাসেমিরো। ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। আর তৃতীয় গোলটি ইসকোর। এই গোলের দুরন্ত অ্যাসিস্টটা রোনালদোর। পালমাসের জালে বল জড়ানোর পর সতীর্থরা যখন আগুনে উদযাপন করছিলেন, নিজের হাসির বাঁধটা ভাঙতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।
চলতি মৌসুমের সব প্রতিযোগিতায় লা লিগার খেলোয়াড়দের মধ্যে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করেছেন অ্যাসেনসিও। মোট চারটি গোল করেছেন এই স্প্যানিশ তারকা। যেখানে রোনালদো এই জায়গা থেকে তো নয়ই, গোলও করতে পারেনি ভেতর থেকেও।
এই মৌসুমে লা লিগার সাত ম্যাচে একটি মাত্র গোল পেয়েছেন রোনালদো। সেটি গেটাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। ওই ম্যাচেও ‘ক্ষমার অযোগ্য’ মিস করেছিলেন রোনালদো। মিস করলেন ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষেও। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নিজেকে যেন খুঁজেই পাচ্ছেন না ফিফার বর্ষসেরা তারকা।
রোনালদোর বড় সমস্যা যেটি চোখে পড়ছে, সেটা গোলমুখে। চলতি মৌসুমে লা লিগায় ৪৮টি শট নিয়ে গোল করতে পেরেছেন মাত্র একটিতে। অথচ তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৬৯ শটে গোল করেছেন ১২টি।
লাস পালমাস ম্যাচের প্রথমার্ধে রোনালদোকে দেখে মনে হয়েছে হতাশায় চেষ্টা করার ইচ্ছা অনেকটাই হারিয়ে ফেলেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি বেশ কিছু ভাল চেষ্টা করেছিলেন। কিন্তু সেগুলোও ভুল শটে পরিণতি পায়নি। দুটি ফ্রি-কিক তো আবার দেওয়ালে লাগিয়েছেন। মোট আটটি শট নিয়েও শেষ পর্যন্ত গোলশূন্য। অন্য কোন দিন হলে এই খেলা খেলেই হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়তেন রোনালদো।
রোনালদোর ব্যর্থতার দিনে গোল পাননি করিম বেনজেমাও। রিয়াল সম্প্রতি এটা প্রমাণ করেছে যে, তাদের প্রধান দুই স্ট্রাইকার আপাতত সম্পূর্ণ ব্যর্থ।
তবে লা লিগায় অচেনা রোনালদো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গোল পাচ্ছেন নিয়মিত। লিগ পর্বের চার ম্যাচে ৬ গোল করে এখনও পর্যন্ত আসরের শীর্ষ গোলদাতা তিনিই। তবে মাদ্রিদের হয়ে তাকে এই ফর্মটা অবশ্যই লা লিগায় রূপান্তর করতে হবে।
জিনেদিনের জন্য জয়ের ধারায় ফেরাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এখন দলের আহত খেলোয়াড়রা ( দানি কারভাহাল, কেলর নাভাস এবং গ্যারেথ বেল) আন্তর্জাতিক বিরতিতে যাতে ফিটনেস ফিরে পায় তিনি সে আশাই করছেন। এই বিরতির পরই আবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগায় মাঠে নামবে রিয়াল।
সেই সঙ্গে জিদান এটাও আশা করছেন, রোনালদো তার সাম্প্রতিক গোল খরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন। কারণ পর্তুগিজ তারকা ৬৩০ মিনিট মাঠে থেকে লিগে মাত্র একটি গোল করেছেন। তাই ১৯ নভেম্বর ডার্বিতে গোলে ফেরাটা তার জন্য একটি চমৎকার সময় হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন