কাবুলে টিভি স্টেশনে সন্ত্রাসী হামলা, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেসরকারি একটি টেলিভিশন স্টেশনে কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার শামশাদ টিভির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সেখানে চ্যানেলটির প্রায় শতাধিক লোক রয়েছেন।

সন্ত্রাসীদের আক্রমণের ফাঁকে পালিয়ে আসতে সক্ষম এক সাংবাদিকের বরাতে বিবিসি জানায়, ভিতরে হামলাকারীরা এখনও অবস্থান করছে।

‘এখনও প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু এই হামলার পিছনে কারা রয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।’

হাশমাত ইসতাঙ্কজি নামের ওই রিপোর্টার বলেন, ‘আমার কয়েকজন সহকর্মীকে হত্যা করা হয়েছে, কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখেছি।সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে।’

কাবুল পুলিশের প্রধানের এক মুখপাত্র জানিয়েছেন পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন এবং স্টেশনের নিয়ন্ত্রণ নেবার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। হামলার পর পরই টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়।

সম্প্রতি নিয়মিত বিরতিতে কাবুল শহরের বিভিন্ন জায়গায় কথিত তালেবান সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। গত মে মাসে কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫০ জনের বেশি প্রাণ হারান। গত বছর তালিবানদের এক আত্মঘাতী হামলায় টোলো টিভির সাতজন কর্মী নিহত হয়েছিলেন।