মাঝ সমুদ্রে রহস্যময় প্রাচীন দ্বীপ শহর!

পৃথিবীর অনেক জায়গায় রহস্যময় দ্বীপ, রহস্যময় শহরের অস্তিত্ব থাকলেও মাঝ সমুদ্রে এমন নির্জন দ্বীপ সচরাচর দেখা যায় না। এবার এমনি একটি রহস্যময় প্রাচীন দ্বীপ শহরের সন্ধান মিলল সমুদ্রে।

দ্বীপের নাম ‘নান মাদোল’। প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশে ছোট এই দ্বীপ। পনফেই-এর বাসিন্দাদের কাছে এটি ‘ভূতুড়ে দ্বীপ’ হিসেবে পরিচিত।

নান মাদোল শব্দটির অর্থ হল, ‘মধ্যবর্তী স্থান’। দ্বীপে ৯৭টি পাথুড়ে ব্লকের মাঝ দিয়ে বয়ে গিয়েছে অনেকগুলি সরু খাল।

এই দ্বীপে ৯৭টি আলাদা আলাদা ব্লক রয়েছে, যার দেওয়াল ২৫ফুট লম্বা আর ১৭ ফুট চওড়া। কিন্তু মাঝ সমুদ্রে এমন একটি দ্বীপে কারা এই শহর তৈরি করলেন, সেটা আজও অজানা।

প্রত্নতাত্মিকদের মতে, ১১৮০ সাল নাগাদ নান মাদোল-এ পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল।

রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ১৬০০ মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে ২৫০০ মাইল দূরে অবস্থিত।