‘নির্বাচন সংবিধান অনুযায়ী : বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নেই’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন। যেহেতু নির্বাচন হবে সংবিধান অনুসারে সে কারণে বিএনপির সাথে সংলাপের কোনো সম্ভাবনাও নেই। আমার বিশ্বাস ওই নির্বাচনে বিএনপি আসবে। আসা ছাড়া তাদের অন্য কোনো বিকল্প কিছু নেই। না আসলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাটে ভোলা-শ্রীপুর-গঙ্গাপুর নৌপথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, সংলাপের কথা শুনলে আমাদের ভয় হয়। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াত আবার কোনো তাণ্ডব সৃষ্টি করে। আমরা আর তাদের তাণ্ডব নৈরাজ্য রাস্তায় দেখতে চাই না।
এতে আরো উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন