মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি : ট্রাম্প

২০১৬ সালে আমেরিকার নির্বাচনে রাশিয়া একদমই হস্তক্ষেপ করেনি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের ওপর তার বিশ্বাস আছে বলেও জানান ট্রাম্প।

ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনের ফাঁকে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প।
এ ব্যাপারে ট্রাম্প জানিয়েছেন, অনানুষ্ঠানিক ওই বৈঠক উভয় নেতা সিরিয়া ও মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ভালো আলোচনা’ হয়েছে।

এছাড়া এক টুইট বার্তায় ট্রাম্প তার ভাষায় ‘ঘৃণাকারী এবং বোকাদের’ উদ্দেশে বলেছেন, তারা উভয় দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সেটা চায় না।

এর আগে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফল ট্রাম্পের পক্ষে আনার চেষ্টা করেছে রাশিয়া। ট্রাম্প উল্টো এসব অভিযোগের জন্য ডেমোক্রেটদের দায়ী করেছেন।

সূত্র: বিবিসি