মেসির চেয়েও নিখুঁত ফুটবল খেলবে রোবট!
একের পর এক ব্যালন ডি’অর জিতে চলেছেন লিওনেল মেসি। তাকে বিশ্বের সেরা ফুটবলারের খেতাবও দেয়া হয়।
কিন্তু তার এই আকর্ষণীয় ক্ষমতার অধিকারী হওয়ার তকমা আগামী তিন দশকের মধ্যেই রোবট নিয়ে নিচ্ছে।
সেই রোবট ফুটবলার আর ভালো ড্রিবল করবেন, জোরে শট নেবেন, জোরে দৌড়াবেন, শট নিতে আরও উঁচুতে লাফাবেন এবং তার পাসগুলোও হবে আরও বেশি নিখুঁত।
ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে লেখালেখি করেন সাবেক সাবেক সাইবারনেটিক ইঞ্জিনিয়ার ড. ইয়ান পিয়ারসন। তিনিই এমন দাবি করেছেন। বলেছেন, আগামী ২৮ বছরের মধ্যেই মেসির প্রতিদ্বন্দ্বী রোবটের নিখুঁত ফুটবল খেলা দেখতে পারবে বিশ্ব। সূত্র : ব্রিটেনের ডেইলি স্টার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন