বেরোবিতে সার্বিক নিরাপত্তায় ১০ সিসি ক্যামেরা
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগানো ১০টি ক্যামেরা উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পাসকে এসব ক্যামেরার আওতায় আনেন।
আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে নিজ দপ্তরে এক অনারম্বড় পরিবেশে এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরসহ উপাচার্য দপ্তর এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুই প্রধান ফটকে ২টি করে ৪টি, চার একাডেমিক ভবনে ৪টি, ক্যাফেটেরিয়া এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি করে মোট ১০টি ক্যামেরা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমগ্র এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইতোপূর্বে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ১৬ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছিল।
পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সকল হল, আবাসিক এলাকাসহ পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জনসংযোগ দপ্তর থেকে আজ এক সংবা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন