১৮০ ডিগ্রি মাথা ঘুরাতে পারে এই কিশোর! (ভিডিও)
পাকিস্তানের করাচির বাসিন্দা ১৪ বছরের মোহাম্মদ সামির। ‘হিউম্যান আউল’ নামে পরিচিত সে।
কারণ সামির তার মাথা পুরো ১৮০ ডিগ্রি অবধি ঘুরাতে পারে। তার এই অদ্ভুত প্রতিভার জন্য স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় সামির।
দুই হাত ব্যবহার সে তার মাথা ঘুরিয়ে পেছনে নিয়ে যেতে পারে। আর এজন্য পরিচিত মহলে ‘হিউম্যান আউল’ নামে পরিচিত সে।
বন্ধু-বান্ধবদের মধ্যে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই নিজের এই প্রতিভা নিয়ে হাজির হয় সামির। ইন্টারনেট দুনিয়াতেও সে যথেষ্ট জনপ্রিয়।
সামির জানিয়েছে, আমার যখন পাঁচ-ছয় বছর বয়স, তখন হলিউডের একটি ভৌতিক চলচ্চিত্র দেখি। সেই সিনেমার একজন অভিনেতা তার মাথা পুরোপুরি পেছনের দিকে ঘুরিয়ে দেয়। দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছিল।
তারপর থেকেই আমি এটি অনুশীলন করতে থাকি। কয়েক মাসের মধ্যে এই কায়দা রপ্ত করে ফেলি।
এই অনুশীলন দেখে আমার মা থাপ্পড় দিয়ে বলেছিল, এই কাজটি যেন আমি আর না করি। পরে মা বুঝতে পারেন এটি আল্লাহ প্রদত্ত একটি গুণ।
সামিরের ইচ্ছা বড় হয়ে সে হলিউড অভিনেতা হবে। হৃদপিণ্ডের অসুখে বাবা অসুস্থ হওয়ায় মাঝ-পথেই পড়াশোনা ছেড়ে রোজগারের পথে নামতে হয়েছে সামিরকে। – আনন্দবাজার পত্রিকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন