টাকা দিলেই মিলছে মানুষের মাথার খুলি!
ভারতের তারাপীঠ শ্মশান চত্বরে টাকার বিনিময়ে বিকোচ্ছে মানুষের মাথার খুলি। এক-দেড় হাজার টাকা দিলেই শ্মশানের আড়াল থেকে প্যাকেটবন্দি খুলি চলে আসবে আপনার হাতে।
সেই খুলি নিয়েই শ্মশান চত্বরে চলছে তন্ত্রসাধনা।
তারাপীঠ শ্মশান চত্বরে ঘুরলেই আপনি খোঁজ পাবেন খুলির। কারণ, তন্ত্রসাধনায় মানুষের মাথার খুলি দরকার। তাই প্রকাশ্যেই তারাপীঠ শ্মশান চত্বরে দেদার বিকোচ্ছে মানুষের মাথার খুলি। এক-দেড় হাজার টাকা দিন। প্যাকেটবন্দি খুলি পেয়ে যাবেন। সেই খুলি নিয়েই শ্মশান চত্বরে তন্ত্রসাধনা হবে। কারণ সাধকদের কথায়, নতুন খুলি ছাড়া সাধনার ফল ভালো হয় না। তবে আপনার পরিচয় বুঝে সেইসব বেচাকেনা হবে।
তারাপীঠ শ্মশানের সাধু নীলগিরি মহারাজ। বাড়ি বর্ধমানে। ২২ বছর ধরে তারাপীঠ শ্মশানে আছেন। তিনি বলেন, আমরা এক-দেড় হাজার টাকা দিয়ে মাথার খুলি কিনে নিই। এখন দুই হাজার টাকাতেও বিক্রি হয়। ওই খুলি দিয়ে তন্ত্রসাধনা করি। তন্ত্রসাধনায় কর্মক্ষেত্রে অনেক ফল পাওয়া যায়।
তার কথায়, খুলি কেনার পর সেটিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তা না হলে দুর্গন্ধ ছড়াবে। সংবাদ প্রতিদিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন