বিয়েতে ‘না’ বলার পেছনে সম্ভাব্য ১০ টি কারণ
মা-বাবা, ভাই-বোন বা আত্মীয়দের চাপে বা তাদের মন রক্ষার্থে অনেক সময় বিয়ের জন্য রাজি হয়ে যেতে হয়। আমাদের অনেকের জীবনেই এমনটা হয়ে থাকে।
আপনি হয়তো মানসিক ভাবে বিয়ের জন্য প্রস্তুত নন, তবুও পারিপার্শ্বিক কারণেই জড়িয়ে পড়তে হয় বিবাহবন্ধনে। ফল ভাল হলে তো খুবই আনন্দের ব্যাপার। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। বিয়েতে ‘না’ বলার পেছনে এমনই কয়েকটি কারণ আমাদের আজকের প্রতিবেদনে দেওয়া হল-
১। বয়স বেড়ে যাচ্ছে-
কিন্তু জীবন তো আর শেষ হয়ে যাচ্ছে না। ‘লেট ম্যারেজ’ হলে ক্ষতি তো কিছু নেই।
২। একা হয়ে যাবেন জীবনে-
এই কথা ভেবে বিয়ে করার কোনও যুক্তি নেই। বিয়ে করেও অনেকে একা হয়ে যান, মানসিক ভাবে।
৩। প্রথম প্রেম ভেঙে গিয়েছে-
তাই ও দিকে আর নয়। সোজা বিয়ের পিঁড়েতে। রমন হলে হয়তো ভুল করবেন।
৪। বন্ধুরা সকলেই বিয়ে করে ফেলছে-
তাই আপনাকেও বিয়ে করতে হবে বলে এমন কোন কথা নেই।
৫। সবাইকে খুশি করতে বিয়েটা করেই ফেলুন-
আপনার বিয়েটা হয়ে গেলে মা-বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যে।
৬। ভাই-বোনদের বিয়ে হয়ে যাচ্ছে-
ভাই-বোনদের বিয়ে হয়ে গেছে। এবার আপনার পালা। এটি বিয়ের কোন কারণ হতে পারে না।
৭। ডেটিং করে করে বোর হয়ে গিয়েছেন-
ডেটিং করতে আর ভালো লাগছে না তাই বিয়ে করতে হবে। জীবনে আরও অনেক কিছুই করার রয়েছে।
৮। একজনের সঙ্গে অনেক দিন মেলামেশা করছেন-
একজনের সঙ্গে অনেক দিন মেলামেশা করছেন বলে তাকে বিয়ে না করলে সকলে খারাপ বলতে পারে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
৯। আপনার ডেটিং পার্টনার ভাল ‘ম্যারেজ মেটিরিয়াল’-
যার সঙ্গে ডেট করছেন সে ভালো ‘ম্যারেজ মেটিরিয়াল’। তাই তাকে বিয়ে করে ফেলতে হবে। এমন ভাবলে নিজের সঙ্গেই ভুল করবেন।
১০। একদিন না একদিন বিয়ে করতেই হবে-
একদিন বিয়ে করতে হবে তাই এখনই করে ফেলাই ভাল। এমন চিন্তা থেকে সরে আসুন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন