বিপিএলের আগে আরেক ‘বিপিএল’
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি খেলোয়াড়দের বেশ দাপট। সে হিসেবে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স খুব একটা ভালো না। বিষয়টি ভাবনায় ফেলে দিয়েছে বিসিবির কর্মকর্তাদেরও। তাই আগামী বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। বিপিএলের প্রস্তুতি হিসেবে সে টুর্নামেন্টে খেলবেন শুধু স্থানীয় ক্রিকেটাররা।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘বিপিএলের আগে স্বল্প পরিসরের এই টুর্নামেন্ট আয়োজন করা হবে আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্যই।’
এই আয়োজনের পরিকল্পনা নিয়ে ইসমাইল হায়দার বলেন, ‘এই টুর্নামেন্ট খুব বড় পরিসরে হবে না। পাঁচ-ছয়টা দল নিয়ে ছয়-সাতদিনে এই টুর্নামেন্টের আয়োজন হবে। কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না। দলগুলো বিসিবির অধীনে খেলবে।’
এবারের আসরে প্রতিটি দলে পাঁচজন করে বিদেশি খেলার সুযোগ পাচ্ছে। এই সিদ্ধান্ত স্থানীয় ক্রিকেটাদের জন্য ক্ষতিকারক কি না এমন এক প্রশ্নের জবাবে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘পারফরম্যান্স দিয়েই স্থানীয় ক্রিকেটারদের দলে সুযোগ করে নিতে হবে। বিদেশি বাড়ার কারণে আমাদের দেশীয় ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে তা মনে করা ঠিক হবে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন