বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীকে আগামীতেও ক্ষমতার বাইরে রাখার কথা বলেছেন। তিনি বলেছেন, তারা আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গি উৎপাদন শুরু করবে, রাজাকারদের পুনর্বাসন করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করবে।
আজ বুধবার সকালে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সালনায় জাসদ আয়োজিত এক পথসভায় এসব কথা বলেছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনো জামায়াত, জঙ্গি ও রাজাকারদের সঙ্গে নিয়ে আছে। সুতরাং খালেদা জিয়া ও বিএনপিকে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়া ও বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা। তাই আগামী বছরের নির্বাচনে ভোটের মাধ্যমে খালেদা, বিএনপি ও জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এই যুদ্ধে শেখ হাসিনার পাশে জাসদ শক্তভাবে আছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভায় অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান, কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, দপ্তর সম্পাদক আবদুল্লাহেল কাইউমসহ কেন্দ্রীয় ও জেলা জাসদের নেতারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন