ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে বেরোবিসাসের সাথে প্রশাসনের মতবিনিময়
বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ সেশনের রবিবার শুরু ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের রেসিডেন্সিয়াল অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন,” ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের অনিয়ম এবং কুচক্রী মহলকে প্রতিরোধ করতে বিশ্ববিদ্যালয় প্রসাশন সর্বদা তৎপর রয়েছে। ” সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রসাশন তৎপর রয়েছে। এসময় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে অবাধ তথ্য সরবরাহ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়, সহ-সভাপতি এইচ. এম নুর আলম, সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বের আহমেদ, দপ্তর সম্পাদক ইভান চৌধুরী, কার্যকারী সদস্য আল আমীন, সদস্য রোমানুজ্জামান রোমান, রাব্বী হাসান সবুজ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন