আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে মিস ইউনিভার্সে?
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার উত্তাপ কমতে না কমতেই আজ ২৬ নভেম্বর আমেরিকার লাস ভেগাসে বসছে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। এবার চলছে মিস ইউনিভার্সের ৬৬ তম আসর। বিচারকদের রায়ে ৯২ টি দেশের সুন্দরীদের মধ্য থেকে সেরা সুন্দরীর নাম ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।
প্লানেট হলিউডে অনুষ্ঠিত এবারের ফাইনাল অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন স্টিভ হার্ভে । ফাইনালে শিরোপার অন্যতম দাবিদার ভারতীয় মডেল শ্রদ্ধা শশীধর। ২১ বছর বয়সী চেন্নাইয়ের মেয়ে শ্রদ্ধা এরই মধ্যে আলো ছড়িয়েছেন আসরে। গণমাধ্যম বিষয়ে পড়াশুনা করছেন মুম্বাইয়ের সোফিয়া কলেজ ফর ওমেনে। ভারতের জাতীয় দলের হয়ে বাস্কেটবলও খেলেছেন তিনি। এছাড়া ধ্রুপদী নৃত্যের তালিম নেয়া আছে তার। ভ্রমণেও তার বাড়তি আগ্রহ। সব মিলিয়ে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আবার।
এর আগে দেখা গেছে, যে বছরগুলোতে ভারত থেকে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন, সেই বছরে মিস ইউনিভার্সের মুকুটও মাথায় ওঠে কোনো ভারতীয় সুন্দরীর। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এখনকার বলিউড সুপার স্টার ঐশ্বরিয়া রাই বচ্চন আর সে বছর মিস ইউনিভার্সও নির্বাচিত হয়েছিলেন ভারতের সুস্মিতা সেন। একইভাবে ২০০০ সালে যেবার প্রিয়াংকা চোপরা মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে এলেন সে বছর মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। এবারও তেমনি মানুশি চিল্লার ক’দিন আগে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত হয়েছেন এখন তাহলে শ্রদ্ধা শশীধরের মাথায় মিস ইউনিভার্সের মুকুট ওঠার অপেক্ষা? ইন্ডিয়ান এক্সপ্রেস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন