লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩১ শরণার্থী নিহত
লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩১ জন শরণার্থী নিহত হয়েছেন। আর ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার কোস্টগার্ড।
বিবিসি বলেছে, শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুল্লি উপকূলে এ ঘটনা ঘটে।
লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র কর্নেল আবু আজালা আব্দেলবারির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুটি নৌকায় করে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু গারাবুল্লি উপকূলে গিয়ে প্রথম নৌকাটি ডুবে যায়। পরে কোস্টগার্ড খবর পেয়ে ৩১ জনকে মৃত অবস্থায় এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করে। এ ছাড়া অপর নৌকাটিতে থাকা ১৪০ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়েছে।
অন্যদিকে, ইতালির কোস্টগার্ড জানিয়েছে, তারাও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে বৃহস্পতিবার ২৫০ জন শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। আর ইতালির কোস্টগার্ড বলেছে, মঙ্গলবার তারা এক হাজার ১০০ জন শরণার্থীকে উদ্ধার করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম শুক্রবার বলেছে, ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৩ হাজার শরণার্থীর মৃত্যু হয়েছে। আর এ বছর প্রায় ৩ হাজার শরণার্থী মারা গেছে। শরণার্থীদের জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়া সবচেয়ে ‘ভয়ংকর ভ্রমণ’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন