চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধনে সেকায়েপ শিক্ষকরা

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট (সেকায়েপ) প্রকল্পে নিয়োগ পাওয়া শিক্ষকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় নেমেছেন।

বেশ কিছুদিন ধরে জেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়ার পর রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দীর্ঘদিন বেতনবঞ্চিত থাকার কথা জানান মাধ্যমিকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের সহস্রাধিক শিক্ষক।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে চলছে সেকায়েপ প্রকল্প। ধাপে ধাপে প্রকল্পের কলেবর বাড়ানোর পর বর্তমানে সারাদেশে প্রায় ছয় হাজার শিক্ষক পাঠদানে নিয়োজিত।

প্রেসক্লাবে মানববন্ধনে অংশ নিতে ভোলা থেকে আসা শিক্ষক ইনামুর রহমান জানান, প্রকল্পের শেষ পর্যায়ে এসে গত জুলাই থেকে নানা জটিলতার কথা বলে তাদের বেতন দেওয়া হচ্ছে না। ২০১৭ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষের পর নতুন একটি প্রকল্পের মাধ্যমে তাদের পাঠদানের সুযোগ চালু রাখা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

আন্দোলনকারীদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার গুণগত মান বজায় রাখা, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করে তোলা, কোচিং বাণিজ্য-বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়েছে সেকায়েপ প্রকল্পে নিয়োগ পাওয়া প্রায় ছয় হাজার সহকারী ক্লাস শিক্ষক (এসিটি)।

প্রকল্পের অধিনে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক ইতোমধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অতিক্রম করেছেন বলেও মানববন্ধনের বক্তব্যে কয়েকজন শিক্ষক উল্লেখ করেন।