এক ওভারে সাত বল করলেন রাব্বি!
সাধারণত এক ওভারে ছয় বল। ওয়াইড বা নো হলে সে ক্ষেত্রে ওভারে বল বাড়তে পারে। কিন্তু তাঁর কোনোটিই না হলে এক ওভারে সাত বল হয় কী করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাই হয়েছে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারে সিলেটের পেসার কামরুল ইসলাম রাব্বি এক ওভারে সাত বল করেন। আম্পায়ারের ভুলেই নাকি এক ওভারে সাতটি বল করেন ওই পেসার।
তখন আম্পায়ার ছিলেন মাহফুজুর রহমান। পেসার রাব্বি ছয় বল করার পর আম্পায়ারকে নাকি জানিয়েছিলেন, তাঁর ওভার শেষ। তিনি তখন থার্ড আম্পায়ারের সাহায্য নেন। থার্ড আম্পায়ারও আরেকটি বল করার নির্দেশ দেন তাঁকে।
এ ব্যাপারে সিলেটের পেসার রাব্বি বলেন, ‘তখনই আমি বিষয়টা আম্পায়ারকে জানিয়েছিলাম। কিন্তু বলে কোনো লাভ হয়নি। তা ছাড়া আমি সব সময়ই গুনে গুনে বলে করি। এদিন তাই আম্পায়ারকে বলেও ছিলাম। আমাদের অধিনায়কও বলেছিলেন। কিন্তু তাঁরা না শোনায় আমকে সাত বল করতে হয়েছে।’
সিলেটের আরেক খেলোযাড় নাবিল সামাদ এ ব্যাপারে বলেন, ‘আম্পায়ারকে রাব্বি বলেছিল তার ওভার শেষ হয়ে গেছে। আমি জানি না আম্পায়ার বিষয়টি চেক করেছিলেন কি না। অবশ্য পরে জানলাম সেই ওভারে সাত বল হয়েছিল।’
অবশ্য সিলেট এ ব্যাপারে বিসিবির কাছে অভিযোগ করেছে। এখন বিসিবিই এ ব্যাপারে মূল সিদ্ধান্ত নেবে।
এই ম্যাচে রংপুর চার উইকেটে জিতেছে। সিলেটের করা ১৭৩ রানের জবাবে তারা ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন