বাবা-মা-স্বামী নয়, হাদিয়ার অভিভাবক কলেজের ডিন!

বাবা-মা অভিযোগ করেছিলেন তাদের মেয়ে আখিলা আশোকানকে (২৫) জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। তার মগজধোলাই করা হয়েছে।

গত বছর ধর্মান্তরিত হন ভারতের কেরালার সেই তরুণী হাদিয়া জাহান (ধর্মান্তরিত হওয়ার পর নাম)। এরপর মুসলিম যুবক শাফিন জাহানকে (২৬) বিয়ে করেন।

হাদিয়া দাবি করেছেন, তাকে জোর করা হয়নি। সোমবার সুপ্রিম কোর্টেও সে কথা বলেছেন। তিনি স্বামী শাফিন জাহানের কাছে থাকতে চেয়েছেন। এদিকে বাবা-মা তাকে নিজেদের কাছে রাখতে চান।

তামিল নাড়ুর সালেম শহরের একটি মেডিক্যাল কলেজে হোমিওপ্যাথিক মেডিসিন ও সার্জারি বিষয়ে পড়াশুনা করছেন হাদিয়া।

সোমবার শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছেন, কারও কাছেই থাকবে না হাদিয়া। মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হাদিয়ার অভিভাবক হবেন ওই মেডিক্যাল কলেজের ডিন।

সে কলেজ হোস্টেলে থাকবে। তবে স্বামীর সঙ্গেও দেখা করতে পারবে। সূত্র : বিবিসি ও এনডিটিভি