আমরা কাউকে তোষামোদ করে নির্বাচনে আনব না : কামরুল
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে। অস্তিত্ব রক্ষার জন্যই আসবে। না এলে সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। আমরা কাউকে তোষামোদ করে নির্বাচনে আনব না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী প্রজন্ম লীগ আয়োজিত হরতাল বিরোধী এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
হরতালের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণ হরতালে সাড়া দেবে না। জনগণ উন্নয়নের সঙ্গে আছে, ধ্বংসে নেই। বিএনপি অহেতুক কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। হরতালে সমর্থন দিয়েছে। তারা বিদেশী প্রভূদের দিকে চাতক পাখির মত তাকিয়ে আছে।
তিনি বলেন, বিএনপি এক সময় তত্বাবধায়ক সহায়ক সরকারের কথা বলে। আবার সহায়ক সরকারের কথা বলে। এসব ইস্যু নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। নির্বাচন আয়োজন করবেন নির্বাচন কমিশন। সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা।
বিএনপিকে দিয়ে গণআন্দোলন সম্ভব নয় উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, দেশে আগাম নির্বাচনের প্রশ্নই আসে না। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কোনো অবস্থাতেই আগুন সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন