এবার তেরেসা মেকে আক্রমণ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী প্রচারণায় ভিডিওর সমালোচনা করায় এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসো মে কে আক্রমণ করলেন বিশ্বের ক্ষমতাধর এই নেতা। এক টুইট বার্তায় ট্রাম্প তেরেসা মেকে উদ্দেশ্য করে বলেন, আমার দিকে নজর দিওনা, নিজের দেশের সন্ত্রাসীদের উপর নজর দাও।
এ সময় ট্রাম্প বলেন, আমার উপর আপনার নজর দিতে হবে না, আপনার দেশের ধ্বংসাত্মক ইসলামিক জঙ্গিদের দিকে নজর দিন। এর আগে ব্রিটিশ কট্রোরপন্থীদের সংগঠন ব্রিটিশ-ফার-রাইট গ্রুফ মুসলিম বিদ্বেষী ৩টি ভিডিও পোস্ট করলে, সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরপর ৩টি টুইট বার্তায় মুসলিমদের বিদ্বেষ ছড়ান।
এদিকে তেরেসা মের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যা করছেন, তা সম্পূর্ণ অন্যায়। এর আগে ট্রাম্প ব্রিটিশ ফার রাইট গ্রুফের ভিডিওটি শেয়ার দেন। শুধু তাই নয়, ভিডিওটি তেরেসা মের অ্যাকাউন্ট ট্যাগ করে ট্রাম্প লিখেন, আমার দিকে নজর দিওনা, নিজের দেশের ইসলামপন্থী সন্ত্রাসীদের উপর নজর দাও।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজে কোনো বিদেশী নেতা হিসেবে তেরেসা মে-ই ছিল প্রধান অতিথি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন