আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে ক্রুদের বেঁচে থাকার সম্ভাবনা নেই!
আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিনে থাকা ক্রুদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেনই চলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে আর্জেন্টিনার উপকূল সংলগ্ন সমুদ্র থেকে গত ১৭ নভেম্বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সাবমেরিনটি। যার খোঁজ এখনও পাওয়া যায়নি।
আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাবমেরিনে থাকা ক্রুদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেনই চলে। আর এ কারণে এখন উদ্ধার অভিযানের বদলে অনুসন্ধান অভিযান শুরু করছেন তারা। এ বিষয়ে আর্জেন্টিনা নেভির মুখপাত্র এনরিক বালবি বলেন, উদ্ধার অভিযানের স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় বৃদ্ধি করা হয়েছে। এখন সেই উদ্ধার অভিযানের বদলে অনুসন্ধান অভিযান শুরু করা হচ্ছে।
৪৪ জন ক্রু নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়ে যাওয়া আর্জেন্টিনার একটি সাবমেরিনের খোঁজে জোর তল্লাশি করা হয়। আর্জেন্টিনার নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি থেকে স্যাটেলাইট মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে সে যোগাযোগের চেষ্টা তখন সফল হয়নি।
সূত্র : ইন্ডিপেনডেন্ট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন