কার পার্ক করে ভুলে গেছে মালিক, ২০ বছর পর উদ্ধার!
ভুলে যাওয়ার অসুখ অদ্ভুত ধরনের হয়। অনেকে তাদের চশমা মাথার ওপর রেখে ভুলে যান।
তারপর খুঁজতে থাকেন। বহুবার সামনে কোনও পরিচিত কাউকে দেখলে ভাবতে হয় তার নাম কি বা এই লোকটিকে শেষবার কোথায় দেখেছিলেন?
সামনে এলো ভুলে যাওয়ার অদ্ভুত বিষয় এটি জার্মানির ঘটনা। ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাসকারী একজন ব্যক্তি নিজের গাড়ি পার্ক করে ভুলে যান। এই ঘটনার প্রায় ২০ বছর হয়ে গেছে এবং এখন সেই ভদ্রলোক তার প্রিয় গাড়ি ভক্সওয়াগেন পাসেট পেয়েছেন। বর্তমানে গাড়ির মালিকের বয়স ৭৬ বছর। যখন তিনি গাড়িটি পার্কিং লটে ভুলে যান তখন তার বয়স ছিল ৫৬ বছর।
এই গাড়িটি শহরের বাজারের কাছাকাছি একটি শিল্প ভবনের বাইরে ১৯৯৭ সাল থেকে পার্ক করা রয়েছে। গাড়ির মালিক তার গাড়ি খোঁজার চেষ্টা করেছিলেন এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়েনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গাড়িটি যেখানে ছিল সেখানে তারপাশে একটি বাড়ি ভাঙা হচ্ছিল। সেখানকার লোকেরা গাড়ির মালিককে খোঁজার চেষ্টা করেন। তারা তাকেও খুঁজে বের করতেও সফল হোন।
বর্তমানে গাড়ির মালিক গাড়ি ফেরত্ পেয়ে খুব খুশি কিন্তু এখন এই গাড়িটি ব্যবহার করার মতো অবস্থায় নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন