প্রথম হারের স্বাদ পেল নেইমারের পিএসজি

চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা পিএসজি অবশেষে হারের স্বাদ পেল। বায়ার্ন মিউনিক-মোনাকোর মত দলকে উড়িয়ে দেয়া নেইমার-কাভানিদের শেষ পর্যন্ত পচা শামুকেই পা কাটল। মাত্র দুই মৌসুম আগেও ফরাসি লিগের তৃতীয় বিভাগে খেলা স্ট্রাসবুর্গ উনাই এমেরির দলকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে।

প্রতিপক্ষের মাঠে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। ম্যাচের ১৩ মিনিটে স্বাগতিক স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন নুনো দা কস্তা। চার মিনিট পরই সমতায় ফিরতে পারতো পিএসজি। কিন্তু কাছ থেকে কিলিয়ান এমবাপের ব্যাকহিল গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়।

ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের পাস থেকে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন ডি মারিয়া। অবশেষে ম্যাচের ৪২ মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে সফরকারীরা। নেইমারের পাস ধরে আদ্রিওঁ রাবিও বাঁ-দিক দিয়ে এমবাপের উদ্দেশ্যে বল বাড়ান। ডি বক্সে বল সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি এই তারকা। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি। তবে হাভিয়ের পাস্তোরের শট লাগলে হতাশ হয় দলটি।

বিরতি থেকে ফিরে উল্টো পিছিয়ে পড়ে পিএসজি। ম্যাচের ৬৫ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন স্ট্রাইকার স্টেফান বাওকেন।

সমতায় ফিরতে মরিয়া পিএসজি ম্যাচের ৭৫ মিনিটে মিডফিল্ডার ডি মারিয়াকে বসিয়ে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা কাভানিকে নামান কোচ। তাতে বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখতে পারলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি।

তবে ম্যাচ হারলেও এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ১৬ ম্যাচে দলটির পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্শেই ১০ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।