ম্যাসেজ টাইপের সময় হাতেই আইফোন ৬ বিস্ফোরণ
ম্যাসেজ টাইপ করা অবস্থাতেই আইফোন ৬ বিস্ফোরিত হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে একজন আইফোন ব্যবহারকারী। সংবাদমাধ্যম এবিসি৭ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু।
অভিযোগকারীর নাম আবেদ ঘাইথ। তার দাবি, স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি এক বন্ধুর সঙ্গে ম্যাসেজ চালাচালি করছিলেন। এসময় তার মোবাইলটি বিস্ফোরিত হয়।
এসময় ঘাইথ বলেন, আমি মোবাইলটি চার্জে লাগিয়েছিলাম এবং হাতে ধরেছিলাম। এর কিছুক্ষণ পরেই ফোনটির বাম দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তিনি আরও বলেন, আমি যখন ফোনটি খুলে ফেলি তখন দেখি এটির ভেতরে বিস্ফোরিত হয়েছিল।
এদিকে যেখানে ঘাইথ কাজ করেন সেখানে এই ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে ঘাইথের অভিযোগের সত্যতা মেলেছে। জানা গেছে, বিস্ফোরিত ফোনের বিপরীতে বিনামূল্যে নতুন এক ফোন চেয়েছেন তিনি।
এছাড়া ইয়াহুর ওই প্রতিবেদনে বলা হয়, ফোন বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন