দিল্লিতে দেয়াল ভেঙে বেরিয়ে গেল চালকবিহীন ট্রেন

উদ্বোধনের আগেই বিপত্তি ঘটেছে দিল্লির চালকবিহীন মেট্রো ট্রেনে। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানোর সময় সীমারেখা ক্রস করে দেয়াল ভেঙে বেরিয়ে গেছে মেট্রো ট্রেন।
আগামী ২৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে চালকবিহীন মেট্রো টেনটির উদ্বোধন করার কথা ছিল। তার আগেই পরীক্ষামূলকভাবে চালানোর সময় দিল্লির কালিন্দী কুঞ্জের কাছে সীমানা প্রাচীর ভেঙে বেরিয়ে যায় ট্রেনটি।
দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই চালকবিহীন মেট্রো ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। যদিও দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরীক্ষামূলকভাবে চালানোর ফলে ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। কীভাবে এমন ঘটনা ঘটল সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনও তেমন কিছুই জানায়নি।
সূত্র : এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















