মসুলকে আইএস মুক্ত করার সময় ১১০০০ বেসামিরক নাগরিক নিহত!
ইরাকের মসুল শহরকে আইএস জঙ্গি গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার সময় ৯ থেকে ১১ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ৯ মাসের যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।
কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবাদবিরোধী বাহিনী বা ইরাক সরকার অথবা আইএস জঙ্গি গোষ্ঠী কেউই এত বেশি সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের কথা স্বীকার করেনি।
কিন্তু মসুলের কবর খননকারীরা, মর্গকর্মী এবং লাশ উদ্ধারকারী স্বেচ্ছাসেবীরা এই হিসেব দিয়েছেন।
২০১৬ সালের অক্টোবর থেকে শুরু করে ২০১৭ সালের জুলাই পর্যন্ত ইরাকি-মার্কিন জোট বাহিনীর বিমান ও অন্যান্য হামলায় ৩,২০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের তদন্তে এমনটাই বেরিয়ে এসেছে।
এবার মসুলের যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে তা গত কয়েক প্রজন্মের মধ্যে সর্বোচ্চ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন