২৫ বছর ফ্রিজে রাখা ভ্রূণ থেকে শিশুর জন্ম
দীর্ঘ ২৫ বছর ফ্রিজে রাখা ভ্রূণ থেকে সফলভাবে একটি সন্তানের জন্ম দিয়েছেন এক মার্কিন নারী। এটা ছিল বিশ্বের দীর্ঘতম সময় হিমায়িত করা মানবভ্রূণ। ভ্রূণটি হিমায়িত করা হয় ১৯৯২ সালের ১৪ অক্টোবর। সেই ভ্রূণ থেকে টিনা গিবসনের গর্ভে এমা রেনের জন্ম হয় ২৫ নভেম্বর। শিশুটির বয়স ৬ পাউন্ড ৮ আউন্স এবং সে ২০ ইঞ্চি লম্বা।
ইস্ট টেনেসিরর বাসিন্দা গিবসন সিএনএনকে বলেন, ‘তোমরা কি বুঝতে পারছ আমি ২৫ বছর বয়সী। এ ভ্রূণ এবং আমি সর্বোত্তম বন্ধু ছিলাম। আমি একটি সন্তান চেয়েছিলাম মাত্র, কোনো রেকর্ডের কথা আমার মাথায় ছিল না।’ এর আগে ২০ বছর হিমায়িত করা ভ্রূণ দিয়ে সফলভাবে সন্তান জন্মদানের কথা জানা যায়।
গিবসন যখন সাত বছর আগে বিয়ে করেন, তখন তার স্বামী সিস্টিক ফিব্রোসিস রোগে আক্রান্ত ছিলেন। তার মানে তিনি সন্তান জন্মদানে অক্ষম হতে পারেন। তখন তারা একটি সন্তানকে দত্তক নেয়ার চিন্তা করেন। কিন্তু গিবসনের বাবা হিমায়িত ভ্রূণ থেকে সন্তান জন্মদানের কথা বলেন। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, গিবসনের জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করা সম্ভব। সন্তান জন্মদানের আগে চিকিৎসক তাকে জানান, তিনি বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন