নিখোঁজের ৪ মাস পর কল্যাণ পার্টির মহাসচিব গ্রেফতার!
দীর্ঘ চার মাস ধরে নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধান মিলেছে। তাকে শুক্রবার রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে একটি মামলায় গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। শনিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাজাহান সাজু এ তথ্য জানান। তিনি বলেন, গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় (মামলা নং-২৫) শুক্রবার রাতে শাহজাদপুর এলাকা থেকে আমিনুরকে গ্রেফতার করা হয়েছে।
তবে নিখোঁজের পর থেকে এই দীর্ঘ সময় আমিনুর কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান চলতি বছরের ২৭ আগস্ট নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন।
এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ। ওই ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুরের পরিবার।
এর আগে দীর্ঘ এক মাস ১৪ দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রাত একটার দিকে বনশ্রীর বাসায় ফিরে আসেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোবাশ্বার হাসান সিজার।
তিনি গত ৭ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে আগারগাঁওয়ের আইডিবি ভবনে সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে যান সিজার। সেখান থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।
ওইদিনই গভীর রাতে রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সিজারের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন।
এছাড়া গত ২০ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১২টার দিকে একইভাবে বাসায় ফিরে আসেন নিখোঁজ সাংবাদিক উৎপল দাস। দীর্ঘ দুই মাস ১০ দিন পর তিনি ফিরে আসেন।
গত ১০ অক্টোবর বিকেল চারটার দিকে অফিস থেকে বের হওয়ার পর থেকেই উৎপল দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপর ২৩ অক্টোবর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উৎপলের বাবা চিত্ত রঞ্জন দাস।
সিজার এবং উৎপল দু’জনেই জানিয়েছেন, তাদের তুলে নিয়ে যাওয়ার পর টাকা দাবি করা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন