খোঁজ পাওয়া কল্যাণ পার্টির মহাসচিব ৪ দিনের রিমান্ডে
৪ মাস আন্তর্ধানে থাকা কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। খোঁজ পাওয়ার পর শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে আমিনুরের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন নগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসাইন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৫ সালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলার ঘটনায় ওই মামলাটি দায়ের করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশ।
চলতি বছরের গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিন বাজারের বাসার উদ্দেশে রওনা হন আমিনুর। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন