চীনের আসমানে ভাসমান ভিনগ্রহী শহর!

এলিয়েন বা ভিনগ্রহী প্রাণি নিয়ে কৌতূহলের শেষ নেই। কারণ আকাশে কখনো কখনো তথাকথিত ভিনগ্রহের প্রাণী, বা তাদের যানবাহন, ভাসমান মেঘ ও মানুষের তৈরি আকাশযানকে দেখেই এমন ধারণার সৃষ্টি। তবে কখনো কখনো মহাজাগতিক বিভিন্ন বস্তু যেমন গ্রহাণু, উল্কা এ ধরনের বস্তুকেও উড়তে বা বিচ্যুত হতে দেখা যায়।

২০১৫ সালের অক্টোবরের একটি চীনের ঘটনা। দেশটির চিয়াংসি ও ফোসান শহরের মানুষ নাকি সংশ্লিষ্ট এলাকার আকাশে একটি শহর ভাসতে দেখেন তখন! শহরটিতে বেশ কিছু ভবনও ছিল! এ ঘটনায় তারা নিজেদের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। আকাশে এমন শহর দেখে সবাই বিস্মিত হয়েছিল। এমনটা হওয়াই স্বাভাবিক।

মূলত, পৃথিবীর সমান্তরাল আরেকটি মহাবিশ্ব দেখেছে বলে দাবি করেছিলেন চিয়াংসি এবং ফোসানের নাগরিকরা।

তবে বিশেষজ্ঞরা এ ঘটনাকে সেখানকার বাসিন্দাদের স্রেফ ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার বলে উড়িয়ে দিয়েছিলেন। বিশেষজ্ঞদের মত, এটি ‘ফাতা মর্গানা’ নামে এক ধরনের দৃষ্টিভ্রম।

যদিও দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে নাকি কখনো কখনো ভিনগ্রহের প্রাণী বা বস্তুর দেখা মিলে। চীনের ওই ঘটনার প্রেক্ষিতে অনেকেরই মনে প্রশ্ন উঠেছিল, ভিনগ্রহও কি তাহলে আমাদের পৃথিবীর মতো সম্পূর্ণ সজ্জিতভাবে রয়েছে!