চিনতে পারছেন কি ছবির এই ছোট মানুষটিকে

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ইন্দোর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবার নাম সেলিম খান।

তিনি একজন অভিনেতা ও চিত্রনাট্যকার। তার মায়ের নাম সুশীলা চরক। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ২৯ বছরের ক্যারিয়ারে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।

বলিউড সুপারস্টার সালমান শুধু সফল অভিনেতা, প্রযোজক কিংবা টিভি অনুষ্ঠানের সঞ্চালকই নন, উদার মনের একজন মানুষও। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘বিইং হিউম্যান’ নামক একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন সল্লু (সালমান খানের ডাকনাম)। বলিউডের এই সুপারস্টারের ছোঁয়া পেলে সবই যেন পরিণত হয় সোনায়। আগামীকাল বুধবার ২৭ ডিসেম্বর ৫২তম জন্মদিনের কেক কাটবেন তিনি।